উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরেরদিন কোচবিহার তথা উত্তরবঙ্গের মানুষ সাক্ষী থাকল একটি সংবাদপেত্রের অপরিসীম স্পর্ধার । কোচবিহার জেলা এবছর উচ্চমাধ্যমিক মেধাতালিকায় দশটি স্থান দখল করে নিয়েছে। এই আনন্দ সংবাদটিকে প্রকাশ করার সময় উত্তরবঙ্গ সংবাদ এই জেলা কে সন্ত্রাসের কোচবিহার বলে উল্লেখ করে। কোচবিহার যে শহর মানুষের কাছে City of Beauty নামে পরিচিত তাকে এভাবে উল্লেখ করায় কোচবিহারের মানুষ অপমানিত বোধ করে এবং সোশ্যাল মিডিয়া তে মানুষজন এই সংবাদপত্রটিকে বয়কট করার ডাক দেয়।
এরপরের দিন অর্থাৎ ২৯ শে মে তারিখে সংবাদ পত্রটি তাদের ভুল বুঝতে পারে এবং নিঃশর্ত ভাবে দুঃখপ্রকাশ করে। যদিও এর সাথে তারা তাদের পূর্বের প্রকাশিত হেডলাইন এর স্বপক্ষে নিজ মতামত প্রকাশ করে। এখন এই মতামত কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করছে পাঠককুলের উপর।
সাম্রতিক কমেন্ট