আরও একবার নজর কাড়ল উত্তরবঙ্গ। আজ ২৭ শে মে উচ্চমাধ্যামিক ২০১৯ এর ফল প্রকাশ। আর তারই সাথে সাথে জানা যায় যে আমাদের গর্বের শহর দিনহাটা থেকে সামগ্রিক ভাবে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে স্বর্ণদ্বীপ সাহা। স্বর্ণদ্বীপ সাহা আমাদের দিনহাটা উচ্চবিদ্যালয়য়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। স্বর্ণদ্বীপ এর বিষয় অনুযায়ী প্রাপ্ত নম্বর গুলি হল, বাংলা ৯১, ইংরাজি ৯৭, রসায়ন বিজ্ঞান ১০০, পদার্থ বিজ্ঞান ১০০, গণিত ১০০, জীব বিজ্ঞান ৯৯।

শহর দিনহাটাই নয় আমাদের জেলা কোচবিহার গর্বের সাথে জয় করে নিয়েছে এই উচ্চমাধ্যামিক ২০১৯ মেধাতালিকার শীর্ষস্থান। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোচবিহার জেনকিন্স স্কুল এর রাজর্ষি বর্মন ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৮।

কোচবিহারের আরও যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চমাধ্যামিক ২০১৯ মেধাতালিকার গর্বের সাথে স্থান করে নিয়েছে তারা হল,
চতুর্থ স্থানে ঐতিহ্য সরকার জেনকিন্স স্কুল (৪৯২), সপ্তম স্থানে ইন্দ্রনীল রায় মাথাভাঙা হাই স্কুল (৪৮৮), রুপম দে জেনকিন্স স্কুল (৪৮৮), এবং দশম হয়েছে শ্রীন্বন্তী সাহা সুনীতি একাডেমী (৪৮৬), সুরজ পাল জেনকিন্স স্কুল ।

তবে এই প্রথম নয় এর আগেও বহুবার এই শহর স্থান করে নিয়েছে মেধা তালিকায়। এর মধ্যে দিনহাটা হাই স্কুলের সৌমেন সাহা রয়েছেন যিনি মাধ্যামিক এ চতুর্থ ও উচ্চ মাধ্যমিক এ প্রথম স্থান অধিকার করে এই শহরকে গৌরবান্বিত করেছে।

প্রসঙ্গ সুত্রে উল্লেখ্য যে সংসদের ইতিহাসে এই প্রথমবার মেধা তালিকায় স্থান করে নিয়েছে ১৩৭ জন।